ইতিহাস বিখ্যাত প্রাচীন নদী কালী গঙ্গা ,নদীটি কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর শাখা নদী হিসেবে কালী গঙ্গা নদীটির উৎপত্তি লাভ করেছে, নদীটি কুষ্টিয়া শাহরের পাশ দিয়ে ফকির লালন শাহের মাজার প্রাঙ্গন হয়ে বাধবাজার , কমলাপুর বাজার, খালবাজার , বাশগ্রাম বাজার , হরিনারায়নপুর বাজার,এর পাশ দিয়ে নদিটি বয়ে চলেছে।
আগের দিনে এই নদী দিয়ে স্রোত বয়ে চলত, নৌকা চলত জেলেরা মাছ ধরত । কিন্ত বর্তমান নদী ভরাট হবার কারনে এই নদীতে কচুরী পানায় ভাসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস