Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জিয়ারখী ইউনিয়নের পূরাতন বাড়ী, পরিষদ ভবন ও গোপালপুর ঈদগাহ ময়দান
বিস্তারিত

জিয়ারখী ইউনিয়েনর পূরাতন জমিদার বাড়ী, বাড়ীটি প্রায় ২০০বছরের পূরাতন,এই বাড়ীতে জমিদারেরা দীর্ঘদিন যাবত বসবাস করেছেন এবং তাদের জমিদারী কার্য সম্পাদন করে গেছেন। বর্তমানে বাড়ীটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বাড়ীটি সংস্কার করা গেলে জিয়ারখী ইউনিয়নের একটি ঐতিহ্য বাহী স্থান হিসেবে ঐতিহ্য লাভ করবে। জিয়ারখী ইউনিয়ন পরিষদ  ভবন টি একটি প্রাচীন প্রতিষ্টান এটি ১৯৬২ সালে স্থাপিত হয়।  গোপালপুর ঈদগাহ ময়দানটি একটি ঐতিহ্য বাহী ঈদগাহ এই ঈদগাহ  ময়দানে গোপালপুর গ্রামের সকল মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করে।